সাগরের বুকে ভাসমান এই রংবেরং এর মাছগুলোর জন্য মুলত সাগর রঙিন। পহেলা ফাল্গুনে যেমন হলুদ রঙের খেলা হয় তেমনি ভাবে এখানেও রঙের উৎসবে সবাই মাতওয়ারা,এই রঙ তাদের অন্তরে, তাদের শরীরে মিশে থাকা । এদের মধ্যে খুব প্রতিদিন খুব সকাল বেলাই একদল মাছেরা খেলা সুরু হয়ে উঠে ।এই খেলা নাচের খেলা । শহুরে মানুষ যখন ঘুমে অধর হয়ে থাকে তখনই সমুদ্র হতে ২০ মিটার গভীরে বাস করা Wrasse মাছগুলো যেন এভাবে নিজের মনের আনন্দ নেচে চলে ।আকারে ছোট্টো কাল-নিল রঙের লম্বাটে গড়নের মাছগুলো মুলত বড় কিছু মাছের উদ্দেশে এভাবে উপরে নিচে তাদের শরীর ভাসায়ে হেলে দুলে নেচে থাকে।দেখে মনে হই বড় মাছেরা যেন তাদের মোক্কেল ।বড় মাছেরা তাদের এই সুন্দর প্রদশন দেখে আকৃষ্ট হয় এবং স্থির হয়ে আবস্থান করে।ঠিক তখনি সেই বড় মাছের শরীরে মুখ দিয়ে মাছের শরীরে লেগে থাকা বহিঃপরজীবি ও মিউকাস গুলো খেতে শুরু করে।দলের কেউ কেউ আবার মাছের মুখের ভেতর প্রবেশ করে এবং অন্তঃপরজীবি খেয়ে পরিষ্কার করে থাকে ।নিজের শরীর পরিস্কার করতে বড় মাছটি যেন এমনি কাউকে চেয়েছিল ।ঠিক যেন আমাদের বড় বড় শহরের স্পা এর দোকানগুলোর মতো ।এভাবে তারা একদিনে প্রায় 1200 এর অধিক পরজীবি খেয়ে থাকে।
S M Shafi
Dept of Zoology,University of Dhaka.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন