বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

Poison Dart Frog :সুন্দর এবং ভয়ানক


দক্ষিণ ও মধ্য অ্যামেরিকার ঘন জঙ্গলে নানান ধরণের উজ্জ্বল রঙ বিশিষ্ট ব্যাঙ এর দেখা মেলে। এদের শরীরের উজ্জ্বল বা গাঢ় রঙ অন্যান্য প্রাণীদের এটাই নির্দেশ করে যে, কাছে গেলে ক্ষতির সম্মুখীন হতে হবে যেকারণে অধিকাংশ শিকারী প্রাণীই এদেরকে এড়িয়ে চলে। যদিও Leimadophis epinephelus প্রজাতির সাপের শরীরে এসব বিষ প্রতিরোধের ক্ষমতা রয়েছে যেকারণে এসব সাপেরাই ঐ ব্যাঙের প্রধান শত্রু। Dendrobatidae পরিবারের এসব সদস্যদের শরীরের অংশ তীরের ফলাতে লাগিয়ে আদিবাসীরা নানান প্রাণী শিকার করে বলে এদেরকে Poison Arrow Frog বা Dart-poison frog নামে অভিহিত করা হয়। অনিন্দ্য সুন্দর এসব ব্যাঙের শরীরে প্রাপ্ত বিষের মাত্রা এতোটাই বেশি যে, তা নিমিষেই কয়েকজন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলতে সক্ষমবাসস্থান ধ্বংসের কারণে এদের সংখ্যা তুলনামূলক হারে কমে যাচ্ছে।

Shawan Chowdhury
University of Dhaka.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন